ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউটিউব কার্যালয়ে হামলার সন্দেহভাজন নারী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
ইউটিউব কার্যালয়ে হামলার সন্দেহভাজন নারী শনাক্ত নাসিম আঘদাম। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইউটিউবের প্রধান কার্যালয়ে হামলার সন্দেহভাজন নারীকে শনাক্ত করেছে একাধিক মার্কিন মিডিয়া। 

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, সন্দেহভাজন ওই নারীর নাম নাসিম আঘদাম। তিনি ইরানি বংশোদ্ভূত ক্যালিফোর্নিয়ার নাগরিক।

 

অনেকে দাবি করেন, তিনি এর আগেও অভিযোগ জানাতে একাধিক বার ইউটিউব কার্যালয়ে গিয়েছিলেন। তার আপলোড করা একটি ভিডিও বৈষম্যমূলক তথ্য পরিবেশন করায় তা ফিল্টারিং করেছিল ইউটিউব কর্তৃপক্ষ। ফলে এ নিয়ে বেশ ক্ষেপে ছিলেন এ নারী।

গোলাগুলির ঘটনার পর তার ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছে কর্তৃপক্ষ।

হামলায় গুলিবিদ্ধদের একজন ৩৬ বছর বয়সী যুবক। তাকে ওই নারীর প্রেমিক বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

অনেকে পারিবারিক ঝগড়ার ফলে এ অঘটন ঘটেছে বলে দাবি করছেন। তবে পুলিশ এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা শুরু হয় মঙ্গলবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে। লাঞ্চটাইমে এক নারী ডাইনিং প্রাঙ্গণে অগ্রসর হয়ে একটি হ্যান্ড গান দিয়ে গুলি ছুড়তে শুরু করেন। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

ঘটনা শুরুর তিন মিনিটের মাথায় পুলিশ সেখানে পৌঁছালে কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। কিছুক্ষণ পর সন্দেহভাজন ওই নারীকে মৃত অবস্থায় আবিষ্কার করে পুলিশ। দেখে মনে হচ্ছিল, তিনি নিজেই নিজেকে গুলি করেছেন। সবশেষে আরও দুই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

আহত তিনজনকে জাকারবার্গ সানফ্রান্সিস্কো জেনারেল হসপিটালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।