ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা কমিনিস্ট পার্টির সাবেক শীর্ষনেতার যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ৮, ২০১৮
চীনা কমিনিস্ট পার্টির সাবেক শীর্ষনেতার যাবজ্জীবন সান ঝেংচাই (সংগৃহীত ছবি)

ঘুষ নেওয়ার অভিযোগে চীনা কমিনিস্ট পার্টির এক সাবেক শীর্ষনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

প্রায় ২ কোটি ৬৭ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে আদালত সান ঝেংচাই নামে ওই নেতাকে কারাদণ্ডাদেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।   

গত এপ্রিলে ঘুষ গ্রহণের দায়ে ৫৪ বছর বয়সী সান ঝেংচাইকে অভিযুক্ত করা হয়।

সান ঝেংচাই পালিটব্যুরোর সাবেক সদস্য। এছাড়া তিনি চংকিং শহরের সাবেক দলীয় প্রধানও।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে চীনের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে সান সর্বশেষ।

শি জিনপিং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এমন অভিযান চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।