ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠক শনিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠক শনিবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ১২ জুন (শনিবার) সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠক হবে। 

বৃহস্পতিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে ট্রাম্প নিজেই একথা জানান।  

তিনি বলেন, কিম জং উন ও আমার মধ্যে অত্যন্ত কাঙ্ক্ষিত বৈঠক শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।

বিশ্ব শান্তির জন্য একটি বিশেষ মুহূর্তের জন্য আমরা উভয়েই চেষ্টা করবো।  


সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও কিমের মধ্যে উচ্চ বাক্য বিনিময় চলছিল-ই। কিন্তু হঠাৎ দুই দেশের সম্পর্কের এত দ্রুত পরিবর্তন হবে কেউ ভাবেনি। তাই সবাই বিস্মিত! 

কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া একে অপরের সঙ্গে পারমাণবিক সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরীয় নেতাকে ‘লিটল রকেটম্যান’ বলে পরিহাস করেছেন।  

তিনি বলেছিলেন, ‘তার টেবিলে পারমাণবিক বোমা নিক্ষেপের বোতাম রয়েছে। কিমের যে পারমাণবিক বোতাম, এটি তারটির চেয়ে বহুগুণে বড়। ’ 

সেখান থেকে এক লাফে মুখোমুখি বৈঠকের ঘোষণা সবাইকে বিস্মিত করেছে। তাই সবাই এখন তাকিয়ে আছে ট্রাম্প-কিমের বৈঠকের দিকে। বিশ্ব শান্তির জন্য কি বার্তা দেন তারা!

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।