ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কেনিয়ার বিমান হামলায় ১০ সোমালী বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, অক্টোবর ৩১, ২০১১
কেনিয়ার বিমান হামলায় ১০ সোমালী বিদ্রোহী নিহত

জিলিব: সোমালিয়ার দক্ষিণের শহর জিলিবে কেনিয়ার বিমান হামলায় দশজন আল শাহবাব সদস্যসহ কয়েকজন বেসামরিক নিহত হয়েছে।

এই বিমান হামলায় নিহত বেসামরিকের সংখ্যা তিনজন।

তবে কেনিয়ার সেনাব‍াহিনী কর্তৃপক্ষ বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের ঘটনাকে আল শাহবাবের মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করেছেন।

ইম্নুয়েল চিরচির বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল থেকে আমাদের কাছে বিমান হামলার ঘটনা রিপোর্ট করেছে। আমরা আল শাহবাবের একটি ক্যাম্প ধ্বংস করে দিয়েছি। আমাদের হামলায় দশজন আল শাহবাব সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪৭ জন। এর বাইরে কোনো বেসরকারি মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। ’

তবে জিলিবের একজন বাসিন্দা জানান, ‘কেনিয়ার যুদ্ধবিমানগুলো দুইটি স্থানে বোমা হামলা চালায়। একটি চালায় আল শাহবাব শিবিরে এবং অন্যটি নিকটবর্তী আইডিপি ক্যাম্পে। ’

এদিকে আল শাহবাবের জিলিব শহরের এক নেতা বলেন, ‘বিমানগুলো মোট পাঁচটি বোমা ফেলেছে। বোমাগুলো আঘাত হানে একটি বাসস্টপে। ’

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।