ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লুটপাটের শহর বেনগাজি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, অক্টোবর ৩১, ২০১১
লুটপাটের শহর বেনগাজি

বেনগাজি: যুদ্ধের ডামাডোলে লুটপাটের শহরে পরিনত হয়েছে তেল সম্পদে সমৃদ্ধ লিবিয়ার বেনগাজি। বেনগাজি থেকে সম্প্রতি লুট হয়ে গেছে দুই হাজার বছরেরও বেশি প্রাচীন স্বর্ন, রৌপ্য এবং ব্রোঞ্জের কয়েনসহ বিভিন্ন মূল্যবান অলঙ্কারাদি।



চলতি মাসে লুট হয়ে যাওয়া কয়েন থেকে মাত্র একটি কয়েন বিক্রি হয় দুই লাখ ৬৮ হাজার পাউন্ডে।

লিবিয়া যুদ্ধ শুরু হওয়ার পরপরই বিভিন্ন সম্পদ লুট হওয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে আসছিলো। কিন্তু তখন বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তী পরিষদ থেকে ঘটনাগুলো উড়িয়ে দেওয়া হয়।

বেনগ‍াজি শহরের মাটির নিচে অবস্থিত একটি ভল্ট থেকে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শণ সমূহ লুট হয়ে যায়।

এছাড়াও বেনগাজির ব্যাংকে রাখা বৃহদাকার পদক, ব্রেসলেট, পায়ের অলঙ্কার, কানের দুল, হাতের আংটি এবং বাজুবন্দসহ ছোটো ছোটো অনেক অমূল্য পাথর লুট হয়ে গেছে এসময়।

সঞ্চিত এই অমূল্য সম্পদের ভান্ডারকে বলা হতো ‘ট্রেজার অব বেনগাজি’ বা ‘বেনগাজির সম্পদ’। আর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি বা লুটের ইতিহাসে এটিই সবচেয়ে বড় লুটের ঘটনা।
 
কিংস কলেজ লন্ডনের লিবিয়ার প্রত্মতাত্ত্বিক নিদর্শন বিষয়ক বিশেষজ্ঞ হাফেদ ওয়ালদা বলেন, ‘প্রশাসনের ভেতরের কেউই এই লুটের সঙ্গে জড়িত। কারণ তারা জানতো ঠিক কোথায় আছে সম্পদগুলো। ’

লিবিয়ায় প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সর্বপ্রথম বেনগাজি শহর থেকেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ পরবর্তীতে বেনগাজি হয় বিদ্রোহীদের মূল ঘাটি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।