গাজা: ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার সকালে গাজায় এ হামলা চালায় ইসরায়েল।
গাজা থেকে কথিত রকেট হামলার জবাব দিতেই গাজায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃপক্ষ।
তবে ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ‘আল আহরার গোষ্ঠির দুই সদস্যের লাশ পাওয়া গেছে। আল আহরার গোষ্ঠি গাজায় মুক্ত মানুষের দল হিসেবেই পরিচিত। তারা কোনো অস্ত্র ধারন করেনা এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমান নেই। ’
সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তারা মারা গেছেন বলেও জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ।
এই দুই ফিলিস্তিনি মৃত্যুর মধ্য দিয়ে গাজায় ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়ালো ১২ জনে। গত সপ্তাহ থেকেই মূলত ইসরায়েল গাজায় হামলা চালাতে শুরু করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু রোববার বলেন, ‘যেই ইসরায়েলে রকেট হামলা চালাবে তাদের বিরুদ্ধেই অভিযান চালানো হবে। ’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ফিলিস্তিনের জঙ্গিরা শনিবার থেকে ইসরায়েলে মোট ৪৫টি রকেট হামলা চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১