লন্ডন: যুক্তরাজ্যের পতাকাবাহী বাণিজ্যিক সমুদ্রগামী জাহাজ গুলো এখন থেকে জলদস্যুদের লক্ষ্য করে গুলি ছুড়তে পারবে। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন এই ঘোষণা দেন।
ডেভিড ক্যমেরন বলেন , ‘জাহাজ ছিনতাই করে মুক্তিপন আদায়কারী সোমালী জলদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরু করার এটাই প্রকৃত সময়। হর্ন অফ আফ্রিকায় ক্রমাগত বাড়তে থাকা জলদস্যুতা সমগ্র বিশ্বের জন্যই হুমকি। এই সমস্যার কারনে প্রতি বছর কয়েক শত কোটি ডলার আর্থিক ক্ষতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ’
ব্রিটিশ মালিকানাধীন প্রায় ২০০টি বাণিজ্যিক জাহাজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলাচল করে। এতোদিন জাহাজের ক্রদের অস্ত্র বহন করা ছিল বেআইনী।
ব্রিটিশ পরিবহন মন্ত্রী জাস্টিন গ্রিনীং বলেছেন ,এই ঘোষণা কার্যকর করার জন্য কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেওয়ার কাজ
শুরু করে দিয়েছে।
আফ্রিকার পূর্ব উপকূল থেকে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকা ২৩ জন নাবিককে ব্রিটিশ কমান্ডো কর্তৃক উদ্ধার
করার এক সপ্তাহ পরই এই ঘোষণা দেওয়া হল।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা,অক্টোবর ৩১,২০১১