ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গুলি করা যাবে সোমালী জলদস্যুদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, অক্টোবর ৩১, ২০১১
গুলি করা যাবে সোমালী জলদস্যুদের

লন্ডন: যুক্তরাজ্যের পতাকাবাহী বাণিজ্যিক সমুদ্রগামী জাহাজ গুলো এখন থেকে জলদস্যুদের লক্ষ্য করে গুলি ছুড়তে পারবে। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন এই ঘোষণা দেন।

আর এই ঘোষণাবলে এখন থেকে প্রথমবারের মতো ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ গুলো তাদের জাহাজে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী মোতায়েন করতে পারবে।

ডেভিড ক্যমেরন বলেন , ‘জাহাজ ছিনতাই করে মুক্তিপন আদায়কারী সোমালী জলদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরু করার এটাই প্রকৃত সময়। হর্ন অফ আফ্রিকায় ক্রমাগত বাড়তে থাকা জলদস্যুতা সমগ্র বিশ্বের জন্যই হুমকি। এই সমস্যার কারনে প্রতি বছর কয়েক শত কোটি ডলার আর্থিক ক্ষতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ’

ব্রিটিশ মালিকানাধীন প্রায় ২০০টি বাণিজ্যিক জাহাজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলাচল করে। এতোদিন জাহাজের ক্রদের অস্ত্র বহন করা ছিল বেআইনী।

ব্রিটিশ পরিবহন মন্ত্রী জাস্টিন গ্রিনীং বলেছেন ,এই ঘোষণা কার্যকর করার জন্য কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেওয়ার  কাজ
শুরু করে দিয়েছে।

আফ্রিকার পূর্ব উপকূল থেকে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি থাকা ২৩ জন নাবিককে ব্রিটিশ কমান্ডো কর্তৃক উদ্ধার
করার এক সপ্তাহ পরই এই ঘোষণা দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা,অক্টোবর ৩১,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।