লাহোর: কাশ্মীর থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ভারতের সেনাবাহিনী কি আমেরিকার সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী’।
জনসমাবেশে প্রায় ৫০ মিনিটব্যাপী বক্তৃতায় ইমরান খান দেশটির দুর্নীতি এবং বিদ্যুৎ সমস্যাসহ বিতর্কিত কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেন।
ভারতের উদ্দেশে ইমরান খান বলেন, ‘আমি হিন্দুস্তানের কাছে বলতে চাই আপনারা কাশ্মীরে সাত লাখ সেনা মোতায়েন রেখেছেন। সেনাবাহিনী কি কোন সময়ে কোন দেশে কোন সমস্যার সমাধান করতে পেরেছে?’ এ সময় জনতা করতালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে ।
ইমরান খান বলেন, ‘আমেরিকানরা কি আফগানিস্তানে সফল হয়েছে। ভারতের সেনাবাহিনী কি পাকিস্তানের সেনাবাহিনীর চেয়েও অধিক শক্তিশালী?’ তিনি অভিযোগ করেন সেখানে আমেরিকা সফল হয়নি সেখানে সাত লাখ সেনা মোতায়েন করে আপনারা কিভাবে সফল হতে চান।
ইমরান খান রোববার লাহোরে মিনার-ই- পাকিস্তান স্মৃতিসৌধের কাছে তার রাজনৈতিক দল ‘তেহরিক- ই-ইনসাফ’-এর এক বিশাল জনসমাবেশে এসব কথা বলেন।
গত কয়েকমাস ধরেই ইমরান খান পাকিস্তানের সবচেয়ে জনবহুল পাঞ্জাব প্রদেশে তার দলের সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন।
এই জনসমাবেশে প্রায় এক লাখ লোক জড়ো হয়েছিল। ২০১৩ সালের সাধারণ নির্বাচন সামনে রেখেই ইমরান খান এই রাজনৈতিক প্রচারণা চালান। ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ গত সাধারণ নির্বাচন অংশ নেয়নি এবং বিগত নির্বাচনগুলোতে খুবই কম ভোট পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১