দোহা: আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার জানিয়েছেন, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের দাবি ব্যর্থ হলে তারা বিকল্প ব্যবস্থা নেবেন।
দোহাতে আলোচনার পর এক বিবৃতিতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের দাবির বিষয়টি আমরা সমর্থন করি।
উল্লেখ্য, এজন্য আরব লিগের নেতারা ফিলিস্তিন ইস্যুতে আইনগত এবং রাজনৈতিক বিকল্প ঠিক করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছেন।
ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসও রোববারের এই বৈঠকে উপস্থিত ছিলেন। মাহমুদ আব্বাস গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের পূর্ণ রাষ্ট্রের দাবি সংবলিত প্রস্তাব উত্থাপন করেছেন।
যুক্তরাষ্ট্র অবশ্য আগে থেকেই এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়ার কথা জানিয়েছে। ফিলিস্তিনের পূর্ণ রাষ্ট্রের দাবি সংবলিত এই প্রস্তাবটি ১১ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা করা হবে।
সোমবারে ইউনেস্কোর সাধারণ পরিষদের বৈঠকেও ফিলিস্তিন ইস্যুটি নিয়ে ভোটাভুটি হবে। আরব লিগ আশা করছে ইউনেস্কো ফিলিস্তিনের পূর্ণ রাষ্ট্রের দাবির প্রতি সমর্থন জানাবে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১১