লিয়াং-ঝু(হেনান): চীনের হেনান প্রদেশের পুলিশ প্রধান বাস স্টপেজে অপেক্ষমাণদের ওপর নিজের গাড়ি উঠিয়ে দিলে সেখানে থাকা ৫ব্যক্তি মারা গেছেন। এরমধ্যে ৪জন ঘটনাস্থলে এবং আরেকজনের হাসপাতালে মারা যান।
ওয়াং ইয়ান-পেঙ নামের এ পুলিশ কর্মকর্তা মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
আর ওই পুলিশ প্রধানকে গ্রেপ্তার করে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ।
পুলিশের এ কর্মকর্তা গাড়িসহ প্রথমে রাস্তার ল্যাম্পপোস্টের ওপর আছড়ে পড়েন। পরে তার গাড়িটি বাস স্টপেজে অপেক্ষমাণ লোকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও একজন।
এছাড়া এই দুর্ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মধ্য হেনান প্রদেশের লিয়াং-ঝু নামের শহরে শনিবারে এই দুর্ঘটনা ঘটার পর স্থানীয় অধিবাসীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধরা একটি পুলিশ কার উল্টে ফেলে এবং একটি বাস ভাংচুর করে।
.
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্তৃপক্ষ শেষ পর্যন্ত দাঙা পুলিশ ডাকে। অভিযুক্ত পুলিশ প্রধানকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ চীনা সংবাদ পত্রকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবং তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ দেওয়া হবে বলে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১১