ত্রিপোলি: একজন প্রকৌশলীকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারের (এনটিসি) নেতারা। নতুন এই প্রধানমন্ত্রীর নাম আব্দুর রহিম আল কেইব।
সোমবার ৮ প্রার্থীকে পেছনে ফেলে এনটিসির নেতাদের ভোটে তিনি নির্বাচিত হন। এর মধ্য দিয়েই দেশটির নতুন মন্ত্রীসভা গঠন শুরু হলো। কয়েক মাসের মধ্যেই লিবিয়ায় নতুন সরকারের যাত্রা শুরু হবে। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত এ সরকারই ক্ষমতায় থাকবে।
এনটিসির একজন মুখপাত্র জালাল আল গিলাল জানান, এনটিসির ৫১ সদস্যের মধ্যে আব্দুর রহিম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমান প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের স্থলাভিষিক্ত হবেন। মাহমুদ জিবরিল বলেছিলেন, যেদিন লিবিয়াকে মুক্ত ঘোষণা করা হবে সেদিন পর্যন্তই তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। কর্নেল গাদ্দাফির মৃত্যুর পর গত ২৩ অক্টোবর লিবিয়াকে মুক্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১