ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কিবের এক প্রস্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, নভেম্বর ১, ২০১১
লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কিবের এক প্রস্থ

ত্রিপোলি: একজন শিক্ষাবিদও প্রকৌশলীকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তীকালীন সরকারের (এনটিসি) নেতারা। নতুন এই প্রধানমন্ত্রীর নাম আব্দুর রহিম আল- কিব।

সোমবার ৮জন প্রার্থীকে পেছনে ফেলে এনটিসির নেতাদের ভোটে তিনি নির্বাচিত হন। এর মধ্য দিয়েই দেশটির নতুন মন্ত্রীসভা গঠন শুরু হলো। কয়েক মাসের মধ্যেই লিবিয়ায় নতুন সরকারের যাত্রা শুরু হবে। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত এ সরকারই ক্ষমতায় থাকবে।  

এনটিসির একজন মুখপাত্র জালাল আল গিলাল জানান, এনটিসির ৫১ সদস্যের মধ্যে আব্দুর রহিম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।    

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কেইব পেশায় একজন শিক্ষাবিদ ও প্রকৌশলী। আবদুল রহিম আল-কেইব ১৯৮৫ সালে আলাবামা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৯৬ সালে অধ্যাপক হন।

তিনি ত্রিপোলি বিশ্ববিদ্যালয়, নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, আলাবামা বিশ্ববিদ্যালয়, শারজাহ’র আমেরিকান ইউনিভার্সিটি এবং সম্প্রতি তিনি আরব আমিরাতের পেট্টোলিয়াম ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করেন।

তার তত্ত্বাবধানে অনেক এমএসসি থিসিসপত্র এবং পিএইচডির গবেষণাপত্র তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় আবদুল রহিম শিক্ষা ও গবেষণায় বেশ কিছু সম্মাননা পেয়েছেন। ড. আল কিব ত্বরিত শক্তি প্রকৌশল নিয়ে গবেষণার পাশাপাশি বেশ কয়েকটি গবেষণাপত্রের লেখক।

তিনি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ), ইলেকট্টিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (ইপিআরআই), ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি (ইউএস ডোই), সাউদার্ন কোম্পানি সার্ভিসেস (এসসি) এবং আলাবামা পাওয়ার কোম্পানির (আপকো) আর্থিক সহায়তায় এসব গবেষণাপত্র তৈরি করেন।

ড. কিব আলাবাম পাওয়ার কোম্পানি এবং সাউদার্ন কোম্পানি সার্ভিসেসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পরামর্শক ছিলেন। তিনি বেশ কয়েকটি গবেষণাপ্রতিবেদন প্রকাশ করেন। ড.কিব আরব সায়েন্স এবং টেকনোলজি ফাউন্ডেশনের (২০০১-২০০৭) সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ইসলামি উন্নয়ন ব্যাংকের সায়েন্স এবং টেকনোলজি প্যানেলের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। আলাবামা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর  তিনি সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৭-২০০৯ মেয়াদকালে তিনি পিআই  গ্রাজুয়েট প্রোগ্রামের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বর্তমান প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের স্থলাভিষিক্ত হবেন। মাহমুদ জিবরিল বলেছিলেন, যেদিন লিবিয়াকে মুক্ত ঘোষণা করা হবে সেদিন পর্যন্তই তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। কর্নেল গাদ্দাফির মৃত্যুর পর গত ২৩ অক্টোবর লিবিয়াকে মুক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।