মস্কো: বিশ্বের মধ্যে বিমান উড্ডয়নের জন্য রাশিয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। এ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক এতথ্য জানায়।
চলতি বছরে কঙ্গোতে যে পরিমান বিমান দুর্ঘটনা ঘটেছে তার চেয়েও বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে রাশিয়াতে। বিমান দুর্ঘটনার জন্য কঙ্গে বিশ্বে সর্বাধিক পরিচিত।
রাশিয়ায় চলতি বছরে আটটি ভয়াবহ দুর্ঘটনায় একশত বিশজন মানুষ মারা গেছে। আর দুর্ঘটনায় কবলিত সবগুলো বিমানই রাশিয়ায় তৈরি।
একটি আন্তর্জাতিক গণমাধ্যম রাশিয়ার বিমান নির্মান কোম্পানি চিল্লি হ্যাঙ্গারের কারখানায় ঢুকতে সক্ষম হয়। সেখানে বিমান নির্মানে যথেষ্ট অবহেলা আর দুর্দশার চিত্র ধরা পড়ে সংবাদকর্মীদের চোখে। দেখা যায়, একদল শ্রমিক বিমান রং করছে বেশ তাচ্ছিল্যের সঙ্গে সিগারেট ফুকতে ফুকতে।
এরআগে কোনো বিদেশি গণমাধ্যমকে এ্যাভাইকর বিমান নির্মান কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ্যাভাইকর রাশিয়ার সর্ববৃহৎ বিমান নির্মাতা কোম্পানি। এই কোম্পানির নির্মিত ছয়টি বিমান চলতি বছরে দুর্ঘটনায় পড়ে। তবে এই কোম্পানিটি বছরে একটি মাত্র বিমান তৈরি করে। তাদের মূল ব্যাবসাই হলো বিমান পুন:নির্মান।
তাদের নির্মিত বিমানের মধ্যে রয়েছে তুপোলোভ এবং এ্যান্টোনোভস। কারখানায় মেরামত হতে থাকা অবস্থায় দেখা যায় ২৫ বছর বয়সী একটি তুপোলোভ বিমান। বিমানটির উপযোগীতা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এটি আবারও উড্ডয়নের জন্য মেরামত করা হচ্ছে।
রাশিয়ার সরকারও এই বিষয়টি নিয়ে গভীরভাবে দেখছে না। কারণ হিসেবে দেখা হচ্ছে অধিক ব্যয়কে। যদিও বিমান দুর্ঘটনার জন্য রাশিয়া বরাবরই পাইলটদের দায়ি করে আসছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১