ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদ লিবিয়ার অস্ত্রভান্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, নভেম্বর ১, ২০১১
নিরাপত্তা পরিষদ লিবিয়ার অস্ত্রভান্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে

ত্রিপোলি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির আমলে গড়ে তোলা অস্ত্রভান্ডার থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। লিবিয়াতে ন্যাটোর অভিযান সোমবার শেষ হয়েছে।

এরপরই এই উদ্বেগ প্রকাশ করে নিরপাপত্তা পরিষদ।  

নিরাপত্তা পরিষদ লিবিয়া এবং তার প্রতিবেশি দেশগুলোতে ছড়িয়ে পড়া অস্ত্র ধ্বংস করে দেওয়ার আহবান জানিয়েছে। এসব অস্ত্র আল কায়েদা এবং অন্য জঙ্গিগোষ্ঠীর হাতে ছড়িয়ে পড়তে বলে উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ।

ন্যাটো অভিযানে অনেক অস্ত্রভান্ডার ধ্বংস হয়েছে। উল্লেখ্য, লিবিয়াতে ন্যাটোর অভিযান সোমবার শেষ হয়েছে। তবে ঠিক কী পরিমাণ অস্ত্র ছড়িয়ে পড়েছে তার সঠিক পরিসংখ্যান দিতে পারেনি কর্মকর্তারা।
রাশিয়ার আনা সর্বসম্মতিক্রমে গৃহীত ওই প্রস্তাবে বলা হয়েছে, মাটি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য গাদ্দাফির আমলের অনেক অস্ত্রভান্ডার লুট হয়েছে, যা যাত্রীবাহী বিমানের জন্য ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা পরিষদ লিবিয়ার নতুন সরকারের কাছে আন্তর্জাতিক শক্তির সহায়তায়  রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করার আহবান জানিয়েছে।

গত সোমাবার লিবিয়াতে ন্যাটোর সাত মাসব্যাপী অভিযান শেষ হওয়ার পর নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব আনল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতিক্রমে গাদ্দাফি বাহিনীর আক্রোশ থেকে লিবিয়ার  বেসামরিক লোকজনকে রক্ষায় ১৯মার্চ ন্যাটো  লিবিয়াতে সামরিক অভিযান শুরু করে।

ন্যাটো প্রধান আন্ডারস ফগ রামসুসেন ত্রিপোলিতে ন্যাটোর অভিযান সমাপ্তির বিষয়ে বলেন, ‘ন্যাটো সেনারা  গণহত্যা থেকে লিবিয়ায় লোকজনকে রক্ষা করেছে এবং অনেক জীবন বাঁচিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।