ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাণী এলিজাবেথের মৃত্যু ও সংবাদপাঠকদের প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, নভেম্বর ১, ২০১১
রাণী এলিজাবেথের মৃত্যু ও সংবাদপাঠকদের প্রশিক্ষণ

লন্ডন: ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সংবাদ ঘোষণার পূর্ব প্রস্তুতি হিসেবে এর সব নতুন সংবাদপাঠকদের প্রশিক্ষণ দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৮৫ বছর ।

তিনি যদি মারা যান তাহলে তার মৃত্যুর সংবাদ কিভাবে ঘোষণা করা হবে এজন্যই এই প্রশিক্ষণ।

২০০২ সালে রাণী এলিজাবেথের মা মারা যান। লাল রংয়ের টাই এবং ধূসর স্যুট পরে তার মৃত্যুর এই সংবাদ পরিবেশন করেন বিবিসির বর্ষীয়ান সংবাদপাঠক পিটার সিজনস। ফলে, বিবিসি খুব সমালোচনার মুখোমুখি হয়।

লন্ডনের একটি পত্রিকার খবরে বলা হয়, এই সমালোচনার হাত থেকে বাঁচতেই বিবিসি আগে ভাগে প্রস্তুতি নিতে শুরু করেছে এবং এরই অংশ হিসেবে এর নতুন সংবাদকর্মীদের  ‘ক্লাস ওয়ান রয়েল ডেথ’ শিরোনামের ওই পাঠক্রমের আয়োজন করেছে।

রাণী দ্বিতীয় এলিজাবেথ ছাড়াও এই পাঠক্রমের অর্ন্তভুক্ত আছেন প্রিন্স চার্লস এবং প্রিন্স উইলিয়াম।

খবরে বলা হয়, হিউ এডওয়ার্ডের ঘোষণায় ‘রাণী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন’-শিরোনামের একটি নকল ভিডিও ধারণ করা হয়।

বিবিসির একটি সূত্রের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, ‘অন্যান্য সংগঠনের মত আমাদেরও যথাযথ পরিকল্পনা রয়েছে। কি চাওয়া হচ্ছে তা নিশ্চিত করার জন্যই আমরা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।