সিউল: দক্ষিণ কোরিয়ায় ধর্ষনের অভিযোগে এক মার্কিন সেনাকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর মাসে ২১ বছর বয়সী এই ধর্ষক তার ইউনিটের কাছেই এক স্থানীয় নারীকে জোরপূর্বক ধর্ষন করে।
রিপোর্টে জানা গেছে, ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তার ঘাটির কাছাকাছি অবস্থিত একটি ফ্লাটের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং ১৮ বছর বয়সী এক কোরিয়ান নারীকে কয়েকঘন্টা ধরে নির্যাতন করে।
এর প্রেক্ষিতে একটি দক্ষিণ কোরিয়ান আদালত তার বিরুদ্ধে এই রায় প্রদান করে। বিচারক রায় ঘোষণার সময় এই নির্যাতনকে নৃশংস এবং অস্বাভাবিক বলে উল্লেখ করেন।
দক্ষিণ কোরিয়ায় যেকোন অভিযোগে কোন মার্কিন সেনার এটাই সর্বোচ্চ সাজা।
কোরিয়া যুদ্ধের ৬০ বছর অতিক্রান্ত হওয়ার পরও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ২৮,০০০ সেনা মোতায়েন রেখেছে।
কোরিয়ায় এর আগেও বিভিন্ন ধরনের অপকর্ম মার্কিন সেনারা সংঘটিত করে। এসব কারনে এর আগে বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়ায় জনগণ মার্কিন সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করে।
কোরিয়ান আদালত রায় ঘোষণা করলেও কোরিয়ায় অবস্থিত মার্কিন সেনাদের বিরুদ্ধে কোন ফৌজদারি ব্যবস্থা গ্রহন করার এখতিয়ার একমাত্র মার্কিন কর্তৃপক্ষ সংরক্ষন করে।
তবে মার্কিন কতৃপক্ষ বলেছে , ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ইদানিং তারা তাদের সেনাদের বিরুদ্ধে দেওয়া কোরিয়ান কতৃপক্ষের প্রত্যেকটি সিদ্ধান্তকে সম্মান প্রর্দশন করেছে।
বাংলাদেশ সময়:১৬২১ ঘন্টা,নভেম্বর ১,২০১১