ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তান ইস্যুতে পাশ্বর্বর্তী দেশগুলোকে এগিয়ে আসতে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, নভেম্বর ১, ২০১১
আফগানিস্তান ইস্যুতে পাশ্বর্বর্তী দেশগুলোকে এগিয়ে আসতে হবে

ইস্তাম্বুল: পাকিস্তানি পররাস্ট্র মন্ত্রী হিনা রব্বানী খার মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের শান্তি ,নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আফগানিস্তানের প্রতিবেশীদের উচিৎ সহযোগী ভূমিকা পালন করা।

তিনি আরও বলেন, এই লক্ষ্য পূরন হওয়ার ক্ষেত্রে ইস্তাম্বুলের  আঞ্চলিক সম্মেলন দায়িত্বশীল ভূমিকা পালন করে সহযোগিতা করবে।



মঙ্গলবার একটি আর্ন্তজাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনে হিনা রব্বানী খার পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন বুধবারের সম্মেলনে আফগানিস্তানের প্রতিবেশী দেশসমূহ এবং দেশটির সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রসমূহ অংশগ্রহন করবে।

হিনা রব্বানী বলেন, এই সম্মেলন ভবিষ্যতে আফগানিস্তানের জন্য যে কোন শান্তি প্রক্রিয়ার পথপ্রর্দশক হিসেবে গুরুত্বর্পূণ ভুমিকা পালন করবে।

ইস্তাম্বুলের সম্মেলনের পরের মাসেই জার্মানীর বন শহরে এবং এর পর শিকাগোতে আফগানিস্তান বিষয়ক পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে।

হিনা রব্বানী এসময় আশাবাদ ব্যক্ত করে বলেন,  এই সম্মেলন আফগানিস্তানকে আশ্বস্ত করবে যে সকল গুরুত্বর্পূণ উন্নয়ন সহযোগী আফগানিস্তানকে শান্তি এবং স্থিতিশীলতার জন্যই সহযোগিতা করছে।

আফগানিস্তানের জন্য কিছু দেশের উত্থাপন করা নতুন নিরাপত্ত‍া বিষয়ক খসড়া পরিকল্পনার সাথে দ্বিমত পোষণ করে তিনি বলেন, এই এলাকায় নতুন করে কোন পরিকল্পনার প্রয়োজন নেই। বরং এই এলাকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পূর্বের পরিকল্পনা গুলোর সফল বাস্তবায়ন প্রয়োজন ।

তিনি বলেন, ‍আফগানিস্তানের জনগণকেই তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করতে দিতে হবে। এবং আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে পাকিস্তান এই সংক্রান্ত যে কোন প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করবে।

এই সম্মেলনে ভারতের উপস্থিতির ব্যাপারে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, আফগানিস্তানকে সাহায্যকারী যে কোন দেশেই এখানে উপস্থিত থাকতে পারে। আর এ ব্যাপারে কোন দেশের উপস্থিতিতে তার দেশের কোন আপত্তি নেই।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘন্টা , নভেম্বর ১,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।