কাদুগলি: সুদানের দক্ষিণ করডোভান প্রদেশে সরকারী বাহিনীর সঙ্গে সুদান পিপল’স লিবারেশন মুভমেন্ট(এসপিএলএম) এর বিদ্রোহী যোদ্ধাদের এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে প্রদেশের গর্ভণর আহমেদ হারুন দাবি করেছেন।
তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন , ‘সোমবার ‘এসপিএলএম’ এর কয়েক শত যোদ্ধা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর টেলুদিতে হামলা চালায়। কিন্তু সরকারী বাহিনী তাদের উপর পাল্টা হামলা চালিয়ে তাদেরকে শহর থেকে বিতাড়িত করে দেয়। ’
দক্ষিণ করদোভান সুদানের একটি গুরুত্বপূর্ন তেল উৎপাদনকারী প্রদেশ। তবে সহিংসতা প্রবণ এই অঞ্চলে প্রায়ই সরকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
সুদান সেনাবাহিনীর মুখপাত্র সোয়ারমি খালেদ সাদ বলেন, ‘প্রায় ৭০০ বিদ্রোহী যোদ্ধা প্রাদেশিক রাজধানী কাদুগলি’র পূর্বে অবস্থিত শহর তেলুদিতে হামলা চালায়। বিদ্রোহী বাহিনী তিনদিক দিয়ে শহরে আক্রমন করে। কিন্তু সরকারী বাহিনী তাদের হামলা প্রতিরোধ করে তাদের উপর পাল্টা হামলা চালায়। এতে বিদ্রোহীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে পিছু হটে। ’
দক্ষিণ করডোভান প্রদেশটি খার্তুম কর্তৃপক্ষের নিয়ন্ত্রনে থাকলেও গত জুলাই মাসে দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভের পর থেকেই বিদ্রোহীদের সাথে সুদানি সরকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে।
দক্ষিণ করডোভান প্রদেশটি সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘন্টা,নভেম্বর ১,২০১১