ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্যায় শতাধিক প্রাণহানি, জরুরি অবস্থা জারি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
নাইজেরিয়ায় বন্যায় শতাধিক প্রাণহানি, জরুরি অবস্থা জারি  নাইজেরিয়ায় বন্যা

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্যায় শতাধিক প্রাণহানি হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

সোমবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্যা পরিস্থিতি চলছে। এতে প্রত্যন্ত অঞ্চলগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নিমা) বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে নাইজার ও বেনিউ নদীর ওপর দিয়ে স্বাভাবিকের থেকে অনেক বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

দেশটির সরকার অধিবাসীদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।  

খবরে বলা হয়, বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন হাজারও মানুষ। এছাড়া দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে অনেক ধানক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে।  

সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাইজার প্রদেশ। এ প্রদেশে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিমার পরিচালক মুস্তাফা ইউনুস মাইহাজা।  

তিনি জানান, এই প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও ১১টি প্রদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  

দেশটিতে প্রত্যেক বছর ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়।

যথাযথ নগর পরিকল্পনার অভাব, অবরুদ্ধ জলপথ এবং দরিদ্র নিষ্কাশন ব্যবস্থার কারণেই প্রতি বছর নাইজেরিয়ায় বন্যা দেখা দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।