ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশির জেল-জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
মালয়েশিয়ায় বাংলাদেশির জেল-জরিমানা  বাংলাদেশির জেল-জরিমানা 

মালয়েশিয়ার অভিবাসী আইন অনুযায়ী মহিউদ্দিন মামুন নামে (৪০) এক বাংলাদেশি নাগরিককে ৮০ মাসের জেল ও ৩০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন পেকান নানাস ইমিগ্রেশন আদালত। ওই বাংলাদেশি অভিবাসী আইন সংক্রান্ত ১৬টি অভিযোগ স্বীকারের পর এ রায় দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাজাপ্রাপ্ত মামুন একজন নির্মাণ শ্রমিক।  

খবরে বলা হয়, তার বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগের মধ্যে ১৪টি অভিযোগ অন্যের পাসপোর্ট আইন বর্হিভূতভাবে নিজের দখলে রাখা।

এছাড়া অন্য দু’টি অভিযোগ হলো- ভ্রমণের তথ্য সংশোধন ও সামাজিক পরিদর্শন পাস লঙ্ঘন।  

মহিউদ্দিন মামুন নামের ওই ব্যক্তিকে দেশটির পাসপোর্ট আইন ১৯৬৬ এর ১২(১) অধ্যায়, অভিবাসী আইন ১৯৬৩ এর ৩৯ (বি) এবং অভিবাসী আইন ১৯৫৬/৬৩ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।