ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

উ. কোরিয়ার সঙ্গে ফের আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, সেপ্টেম্বর ২০, ২০১৮
উ. কোরিয়ার সঙ্গে ফের আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র ফের আলোচনা করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র

ঢাকা: ২০২১ সালের মধ্যে উত্তর কোরিয়াকে পুরোপুরি পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য ফের আলোচনা করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাদের প্রস্তুতির বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিবৃতিতে জানান।

তিনি বলেন, নিরস্ত্রীকরণ ইস্যুতে উত্তর কোরিয়াকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির ভিত্তিতে অচিরেই তাদের সঙ্গে আবার আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসছে সপ্তাহে নিউইয়র্কে আলোচনার জন্য উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিং ইয়ং হো’কে আমন্ত্রণ জানানো হয়েছে।

এরপর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, চলতি সপ্তাহে দুই কোরিয়ার বৈঠকে বড় আকারের ক্ষেপণাস্ত্র অঞ্চল বন্ধ করতে সম্মত হয়েছেন দেশটির প্রধান নেতা কিম জং উন।

অন্যদিকে, বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন-জায়ে-ইন ইতিবাচক বক্তব্য দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।