ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
তালেবান হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিগত সপ্তাহে তালেবানদের বিধ্বংসী হামলায় ২৬ সৈন্য এবং সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।

সোমবার (২৫ মার্চ) প্রদেশটির কাউন্সিল প্রধান আতাহুল্লাহ আফগান সংবাদ সংস্থা এপি’কে বলেছেন, শুক্রবার (২২ মার্চ) প্রদেশটির সানগিন শহরের হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৩১ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) শুক্রবারের হামলার দায় স্বীকার করে তালেবান। তবে হামলার ঘটনায় সরকার কোনো বিবৃতি দেয়নি।

আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র সওয়াব শাহ বলেছেন, প্রদেশটির নিরাপত্তা বাহিনীকে সরকারি প্লেনের মাধ্যমে সহায়তা পাঠানো হচ্ছে। পাশাপাশি সেখানে আরও সৈন্যও পাঠানো হচ্ছে।

তবে তালেবানদের হামলায় হতাহতদের ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তি’ আলোচনা চালিয়ে যাচ্ছে বিদ্রোহীগোষ্ঠী তালেবান। তবুও এর মধ্যেই প্রায় প্রতিদিনই তারা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। যার ফলে হতাহত হচ্ছে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।