ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ১৭ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মার্চ ২৯, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় ১৭ পুলিশ সদস্য নিহত আফগান পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবান হামলায় পুলিশের ১৭ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

দেশটির উত্তরাঞ্চলীয় বাদাখসান প্রদেশের মুখপাত্র নিক মোহাম্মাদ নাজারি বলেন, শুক্রবার (২৯ মার্চ) প্রদেশটির আরগাঞ্জ খোয়া শহরে তালেবানরা হামলা চালালে পুলিশের তিন সদস্য নিহত হন। সেখানে তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এখনও চলছে বলে জানিয়েছেন তিনি।

পূর্বাঞ্চলীয় গাজনি প্রদেশের পুলিশ প্রধান গুলাম দাউদ তারাখিল জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) তালেবানরা প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর দু’টি চেকপয়েন্টে হামলা চালালে পুলিশের নয় সদস্য নিহত হন।

পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের চলা কয়েকঘণ্টার লড়াইয়ে তালেবানরা পরাজিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবুল প্রদেশের ডেপুটি কাউন্সিল প্রধান আসাদুল্লাহ কাকার বলেছেন, বৃহস্পতিবার প্রদেশটির সিনকে শহরে তালেবান হামলায় পুলিশের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

তিনটি হামলার দায়ই স্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

অন্যদিকে পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে বৃহস্পতিবার মর্টার হামলায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির সরকারের মুখপাত্র আসাদুল্লাহ দাওলাতজাই।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।