ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
গ্রিসে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প প্রতীকী ছবি।

ঢাকা: ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ গ্রিসে মাঝারিমানের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ৫ দশমিক ৩। 

শনিবার (৩০ মার্চ) অ্যাথেন্স জিওডাইনামিক ইনস্টিটিউট বিষয়টি নিশ্চিত করেছে।  

সংস্থাটি বলছে, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশটির রাজধানী অ্যাথেন্স থেকে ১৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত সমুদ্র উপকুলীয় শহর আইতিয়ার কাছে ভূ-কম্পের উৎপত্তি হয়েছে।

এর গভীরতা ছিল প্রায় ১৩.৭ কিলোমিটার।

এতে অ্যাথেন্সেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।

তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প প্রবণ দেশ গ্রিসে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।