ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
পেরুতে বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একডজন।

রোববার (৩১ মার্চ) দেশটির রাজধানী লিমার উত্তর উপকন্ঠের অনির্ধারিত একটি বাস স্টপেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির অগ্নি বিভাগের মুখপাত্র লেওয়িস মেজিয়া।  

তিনি বলেন, সাধারণত দেশটির দরিদ্র শ্রেণীর লোকজন এ স্টপেজ থেকে কম খরচে বাসে যাতায়াত করে থাকেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে মেজিয়া বলেন, নিহতরা বেশিরভাগই বাসের দোতলায় ছিলেন।

বাসটিতে কোনো ধরনের অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিলো না বলেও জানান তিনি। তবে বাসে কতজন যাত্রী ছিলেন তা তিনি জানাতে পারেননি।

২০১৭ সাল থেকে পেরুতে ট্রাফিক দুর্ঘটনায় অন্তত দুই হাজার ৮২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে বাসে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
এসএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।