শুক্রবার (১২ এপ্রিল) জুমার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে এ সমাবেশ পালন করেন।
সমাবেশে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পতাকা পুড়ানো হয়।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার ইরানের বিভিন্ন শহরেই এ ধরনের সমাবেশ পালন করা হয়েছে।
চলতি সপ্তাহেই ইরানের ওপর চাপ প্রয়োগ করতে দেশটির রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে বিবৃতিতে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ আশপাশের দেশগুলোতে জঙ্গি কার্যক্রম চালাতে অর্থ সহায়তা করে বলেও হোয়াইট হাউস দোষারোপ করেছে তেহরানকে।
এ পরিপ্রেক্ষিতে মার্কিন সৈন্যদের পাল্টা ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করে ইরান। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী সমর্থনকারী দেশ’ হিসেবেও আখ্যায়িত করে তেহরান।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এসএ/টিএ