মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।
তৃতীয় দফায় ভোটগ্রহণের রাজ্যগুলো হলো- আসাম, বিহার, গোয়া, গুজরাট, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ও ছত্তিশগড়।
এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৫টি আসন। আসনগুলো হলো- বালুরঘাট, জঙ্গিপুর, মালদহ দক্ষিণ, মালদহ উত্তর ও মুর্শিদাবাদ।
আজকের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- গুজরাটের গান্ধীনগর আসনে বিজেপির সভাপতি অমিত শাহ, কেরালার ওয়ানাড আসনে কংগ্রেস প্রধান রাহুল গান্ধী, উত্তর প্রদেশের পিলিভিত আসনে বিজেপির বরুন গান্ধী, পশ্চিমবঙ্গের বালুরঘাট আসনে তৃণমূলের অর্পিতা ঘোষ ও উত্তর প্রদেশের রামপুর আসনে বিজেপির জয়াপ্রদা।
তৃতীয় দফার এ ভোটগ্রহণে প্রায় সাড়ে ১৮ কোটি ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভারতের লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে তৃতীয় দফার নির্বাচনেই সর্বোচ্চ সংখ্যাক আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।
এর আগে ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ এবং ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসএ/