মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজেদের সংবাদ সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’তে জঙ্গি সংগঠনটি দাবি করে বলেছে, ‘শ্রীলঙ্কার এই কাজ ইসলামিক স্টেটের যোদ্ধাদের ছিল। ’ তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংগঠনটি।
এর আগে সোমবার (২২ এপ্রিল) বর্বর এ হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া।
রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় দেশটির রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি গির্জা ও চারটি হোটেলসহ মোট আটটি স্থানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ৩১০ জন নিহত হয়েছেন। চার শতাধিক আহত আছেন। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন।
হামলাটির ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের বর্তমানে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন>> শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত ৩০০ ছাড়ালো
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
টিএ