মঙ্গলবার (২৩ এপ্রিল) শ্রীলঙ্কার সংসদে একথা জানান তিনি।
রুয়ান বিজেবর্ধনে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে মুসল্লিদের ওপর হামলার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় চার্চে বোমা হামলা চালিয়ে তিন শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে।
এর আগে, সোমবার ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) নামে একটি সংগঠন। তাদের সঙ্গে জামিয়াতুল মিলাতু ইব্রাহিম (জেএমআই) নামে আরেকটি স্থানীয় সংগঠনও এ হামলায় জড়িত বলে দাবি করেছেন বিজেবর্ধনে।
তিনি বলেন, এ ধরনের সংগঠন নিষিদ্ধ করে যত দ্রুত সম্ভব এর সদস্যদের আটক করতে হবে।
এছাড়া, বর্বর এ হামলার পেছনে বিদেশি কোনো দেশ বা গোষ্ঠীর হাত আছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে বলে জানান রুয়ান বিজেবর্ধনে।
এদিকে, প্রতিমন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণ পরই শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নিজস্ব সংবাদ সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে জঙ্গি সংগঠনটি জানিয়েছে, ‘শ্রীলঙ্কার এই কাজ ইসলামিক স্টেটের যোদ্ধাদের ছিল। ’ তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
একে/এএ