ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় দিয়াশলাই কারখানায় আগুনে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুন ২১, ২০১৯
ইন্দোনেশিয়ায় দিয়াশলাই কারখানায় আগুনে ২৪ জনের মৃত্যু আগুনে পুড়ে যায় কারখানাটি

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে একটি দিয়াশলাই কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানাটিতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হতো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আবাসিক এলাকায় অবস্থিত কারখানাটিতে অন্তত ৩০ জন শ্রমিক কাজ করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যরা বেঁচে আছেন কিনা সে বিষয়টি পরিষ্কার নয়।

জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ।

উত্তর সুমাত্রার পুলিশের মুখপাত্র তাতান আতমাজা জানিয়েছেন, মৃত্যুর খবর শুনেছেন। তবে তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করার পর বিষয়টি তিনি বিস্তারিত বলতে পারবেন।  

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্তে বেশ বেগ পেতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ২১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।