ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে তাঁবু ভেঙে ১৪ জনের প্রাণহানি, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
রাজস্থানে তাঁবু ভেঙে ১৪ জনের প্রাণহানি, আহত ৫০

ঢাকা: ভারতের রাজস্থান রাজ্যে তাঁবু ভেঙে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।

রোববার (২৩ জুন) রাজস্থানের বার্মার জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, ভারী বর্ষণ ও ঝড়ের কারণে বার্মারের রানি ভাতিয়ানি মন্দিরের তাঁবু ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এতে অন্তত ১৪ জন নিহত ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়। দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।