ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ববাজারে মূল্যহ্রাস, গ্যাসের দাম কমালো ভারত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
বিশ্ববাজারে মূল্যহ্রাস, গ্যাসের দাম কমালো ভারত  গ্যাসের চুলা। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমে যাওয়ায় গৃহস্থালি কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের দাম কমিয়েছে ভারত। 

গত রোববার (৩০ জুন) প্রতি সিলিন্ডার এলপিজি গ্যাসের দাম ১০০.৫০ রুপি কমানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)। গত ১ জুন ৩.৬৫ শতাংশ হারে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণার ঠিক এক মাস পরই সে সিদ্ধান্ত বদলানো হলো।

সোমবার (১ জুলাই) থেকেই গ্যাসের নতুন মূল্য কার্যকর হয়েছে।

দেশটিতে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম পূর্বঘোষিত ৭৩৭.৫০ রুপি থেকে কমিয়ে ৬৩৭ রুপি নির্ধারণ করা হয়েছে। তবে, গ্রাহকদের পরিশোধ করতে হচ্ছে এরচেয়েও কম। ভারতে গৃহস্থালি কাজে ব্যবহৃত গ্যাসের জন্য ভর্তুকি দেয় সরকার। এ কারণে, বাজার থেকে ৬৩৭ রুপি দিয়ে গ্যাস কিনলেও তাদের খরচ হবে মূলত ৪৯৪.৯৫ রুপি। বাকি ১৪২.৬৫ রুপি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত যাবে।  

আইওসি এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যহ্রাস ও ডলার-রুপির বিনিময় হার অনুকূলে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে ভারতে প্রতিটি পরিবারের জন্য বছরে ১৪.২ কেজি ওজনের ১২টি গ্যাস সিলিন্ডার পর্যন্ত ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। এরচেয়ে বেশি কিনতে হলে গ্রাহকদের বাজারমূল্যই পরিশোধ করতে হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।