ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় অভিবাসী শিবিরে বিমান হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
লিবিয়ায় অভিবাসী শিবিরে বিমান হামলা, নিহত ৪০

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূ্র্বাঞ্চলীয় শহরে অভিবাসীদের একটি বন্দি শিবিরে বিমান হামলায় অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন।

বুধবার (৩ জুলাই) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার (২ জুলাই) অভিবাসীদের বন্দি শিবিরে এ হামলা চালানো হয়।

এতে অন্তত ৪০ জন অভিবাসী নিহত এবং ৮০ জন অভিবাসী আহত হয়েছেন। নিহত অভিবাসীদের মধ্যে বেশিরভাগই আফ্রিকান নাগরিক। তারা সবাই একটি উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন।  

এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে জানান দেশটির জরুরি সহায়তা সেবার মুখপাত্র ওসামা আলী।

হামলার পেছনে দেশটির সরকারবিরোধী স্ব-নিয়ন্ত্রিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) রয়েছে বলেই ধারণা করছে সরকার। তবে এ দায় অস্বীকার করেছে এলএনএ। এর আগে, ১ জুলাই এ ধরনের হামলা চালাতে পারে বলেই জানিয়েছিল এলএনএ।

মূলত ২০১১ সালে লিবিয়ায় দীর্ঘকালীন ক্ষমতায় থাকা শাসক ও নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকেই দেশটিতে সহিংসতা বেড়ে গেছে।   

অন্যদিকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, অভিবাসীরা লিবিয়া হয়েই ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে থাকেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।