ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় আফগানিস্তানে পুলিশসহ নিহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
তালেবান হামলায় আফগানিস্তানে পুলিশসহ নিহত ১২ তালেবানদের বোমা হামলার পরের পরিস্থিতি, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের কান্দাহার সিটিতে তালেবানদের দুই গাড়ি বোমা হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮০ জনেরও বেশি সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) কান্দাহার সিটির পুলিশ সদরদপ্তরের বাইরের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ ও মেডিকেল কর্মকর্তারা জানান।

দেশটির দক্ষিণাঞ্চলীয় সিটি পুলিশের প্রধান তাদিন খান জানিয়েছেন, বিস্ফোরণের পর অস্ত্রধারী তালেবান জঙ্গিরা আশপাশ এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।

এমনকি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও তারা গুলি করেন।

তাদিন খান এও বলেন, আক্রমণকারীরা পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণের চেষ্টা করেছিলেন।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এলাকাটিতে পরপর তিনবার বিস্ফোরণ ঘটে। এসময় প্রচণ্ড রকমের শব্দ হয়। আর এর পরই শুরু হয় গুলি বিনিময়।

এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে সাধারণ লোক ছাড়াও পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বাহির আহমদী।

দেশটিতে এ ধরনের ঘটনা নতুন নয়; প্রায়ই তালেবান হামলায় শত শত আফগান সামরিক ও বেসামরিক নাগরিকের প্রাণ যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।