ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া দুইটি ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ঢাকা: নতুন দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কর্তৃপক্ষ বলছে, শত্রুপক্ষের বিরুদ্ধে 'গুরুতর সতর্কতা' হিসেবে সল্প পরিসীমার ক্ষেপণাস্ত্র দু'টি জাপান সাগরে ছোড়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।

সংবাদমাধ্যম বলছে, নতুন দু'টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ৬৯০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পতিত হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, আমার দেশকে দেওয়া হুমকি দূর করতে এটির পরীক্ষা চালাতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।