ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের আসরে বোমা হামলায় সব হারিয়ে নিঃস্ব বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
বিয়ের আসরে বোমা হামলায় সব হারিয়ে নিঃস্ব বর নিঃস্ব বর মিরওয়াইস ইলমি, ছবি: সংগৃহীত

ঢাকা: কতো আশা, কতো স্বপ্ন নিয়ে একটা বিয়ের আয়োজন হয়, তা অনেকের জানা। এই আশা বা স্বপ্ন কোনো দুর্ঘটনায় ভেঙে গেলে, সেটা যে মর্মান্তিকেরও চূড়ান্ত পর্যায়ের; এমনকি বিষয়টি শুনে কষ্ট পায় কাছে এবং দূরের সবাই। তবে জেনে এই কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে, ঠিক এমনই দুঃখের কথা জানিয়েছেন আফগানিস্তানের কাবুলে বিয়ের আসরে বোমা হামলায় সব হারিয়ে নিঃস্ব বর।

‘বিয়েতে ভয়ানক আত্মঘাতী বোমা হামলায় আমার ভাইসহ ৬৩ জন আত্মীয়স্বজন হারিয়েছি। কোনো রকমে বেঁচে আছে আমার কনে।

সবমিলে আমার সব স্বপ্ন -আশা দুঃখের সাগরে বিলীন হয়ে গেছে’ এমনটি বলছিলেন বর মিরওয়াইস ইলমি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বিয়ে অনুষ্ঠানের অতিথিরাও বরাবরের মতোই খুব হাসিখুশি ছিলেন। কিন্তু কেবল কয়েক ঘণ্টা পরই তাদের মরদেহ দেখতে হলো আমরা। এটা মেনে নেওয়া খুবই কষ্টের।

তিনি বলেন, আমার পরিবার, এমনকি কনে হতবাক। এমনকি তারা কথাও বলতে পারছে না। আমার কনে অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার।

ইলমি বলেন, আশা হারিয়েছি আমি। আমার ভাই হারিয়েছি। বন্ধুদের হারিয়েছি। হারিয়েছি অনেক আত্মীয়স্বজন। আমার জীবনে আর কখনও সুখ আসবে না।

বর এও বলেন, আমি জানাজায় যেতে পারছি না। খুব দুর্বল বোধ করছি। এছাড়া আমি জানি যে, আফগানদের জন্য এটিই শেষ দুর্ভোগ হবে না। দুর্ভোগ অব্যাহত থাকবে।

এদিকে, কনের বাবা জানিয়েছেন, এই হামলায় তার পরিবারের ১৪ জন মারা গেছেন; যারা না-কি ঘটনার কিছুক্ষণ আগেও বিয়েতে আনন্দে মেতে উঠেছিলেন। হামলা পরবর্তী পরিস্থিতি, ছবি: সংগৃহীত

এর আগে শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী কাবুলে একটি বিয়ে বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত হন। আহত হন ১৮০ জনেরও বেশি।

বিয়েতে আমন্ত্রিত অতিথি মোহাম্মদ ফারহাগ বলেন, বোমা বিস্ফোরণের সময় বিশেষ কাজে নারীদের হলঘরে ছিলাম আমি। পুরুষরা যে অংশে ছিল, সেখানে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এতে আতঙ্কে ছোটাছুটি শুরু করে সবাই।

এদিকে, তালেবানদের দায় দিয়ে এই হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি।

দেশটিতে চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধের সমাপ্তি টানতে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা চলছে। এরমধ্যেই একের পর এক হামলায় ওই আলোচনা কতোটা ফলপ্রসূ হবে তা নিয়ে এখন শঙ্কা।

আরও পড়ুন>> কাবুলে বিয়েবাড়িতে বোমা হামলায় নিহত ৬৩

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।