ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উগান্ডায় তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
উগান্ডায় তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

উগান্ডার পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) যাত্রীবাহী একটি ট্যাক্সি ও স্যালন কারের সঙ্গে সংঘর্ষে ওই ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে। সোমবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে উগান্ডা পুলিশ বিষয়টি জানায়।

এ বিষয়ে সংবাদমাধ্যম জানায়, ওই সংঘর্ষের ফলে দুর্ঘটনাস্থলে পার্কিংয়ে থাকা যানবাহনগুলোতে তিনটি ছোট ছোট বিস্ফোরণ হয়। এছাড়া ওই এলাকার বেশ কিছু দোকানেও আগুন লেগে যায়।

অপ্রশস্ত সড়ক ও খানা-খন্দের কারণে প্রায়ই এ এলাকায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। উগান্ডা পুলিশ এসব দুর্ঘটনার জন্য চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করে আসছে।  

তেলের ট্যাংকার দুর্ঘটনা আরও বিশেষ একটি কারণে ভয়াবহ। অনেক সময়ই দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহের জন্য এটি ঘিরে মানুষজন ভিড় করে। সে সময়ও বিস্ফোরণ ঘটতে পারে।  

চলতি মাসের শুরু দিকে তানজানিয়ায় এরকমই একটি ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত একটি তেল ট্যাংকার ঘিরে মানুষজন ভিড় করে থাকা অবস্থায় তা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯  
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।