ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অক্টোবরে ভারত-পাকিস্তান যুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
অক্টোবরে ভারত-পাকিস্তান যুদ্ধ! সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পাকিস্তানের রেল মন্ত্রী শেখ রশিদ

ঢাকা: আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। বুধবার (২৮  আগস্ট) রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, শেখ রশিদ রাওয়ালপিন্ডির সাংবাদিকদের বলেন, অক্টোবর-নভেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে। এটাই হবে দু’দেশের মধ্যে শেষ যুদ্ধ।

আমরা এ জন্য দেশকে তৈরি করছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে চিনতে ভুল করেছেন। পাকিস্তানই মোদীর সামনে একমাত্র বাধা বলেও দাবি করেন শেখ রশিদ।

তিনি বলেন, ‘কাশ্মীরের স্বাধীনতার জন্য আখেরি যুদ্ধ করার সময় এসে গেছে। ভারতের সঙ্গে এটাই হবে চূড়ান্ত যুদ্ধ। ’

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ সব সময় কড়া ভাষায় সমালোচনা করে আসছেন।

এর আগে রেলমন্ত্রী বলেছিলেন, তিনি দায়িত্বে থাকাকালীন আর কোনোদিন ভারত-পাকিস্তানের মধ্যে ট্রেন চলবে না।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৯
টিআর/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।