ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউ মেক্সিকোতে গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
নিউ মেক্সিকোতে গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে পৃথক সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে আলবুকার্কি শহরের তিনটি স্থানে এসব ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা যায়।

খবরে বলা হয়, রাত ৯টার দিকে শহরের ১০২৮ লুরা প্লেস এলাকায় গুলির খবর পায় পুলিশ।

পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে। পরবর্তীতে এদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
এর আগে রাত পৌনে ৯টার দিকে শহরের রিও ভোলকান অ্যাপার্টমেন্টস এলাকার ১৯১৯ লাডেরাতেও গুলি বিনিময়ের খবর পাওয়া যায়। সেখান থেকে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুইজনের মৃত্যু হয়।

এরও আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাসা বনিটা অ্যাপার্টমেন্টস এলাকা থেকে ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীর বাড়ির দরজা ভেঙে টাকার পার্স চুরি করতে যাওয়া এক দম্পতিকে বাধা দিতে গেলে তিনি গুলিবিদ্ধ হন।  

শেষ খবর পাওয়া পর্যন্ত এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।