ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দেশীয় প্রযুক্তিতে বানানো আল্ট্রাসোনিক জেট উন্মোচন ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
 দেশীয় প্রযুক্তিতে বানানো আল্ট্রাসোনিক জেট উন্মোচন ইরানের 

প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে নির্মিত আল্ট্রাসোনিক প্রশিক্ষণ জেট উন্মোচন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

বৃহস্পতিবার হামেদান প্রদেশের রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ইয়াসিন’ নামে এ প্রশিক্ষণ জেটের উন্মোচন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।  

চূড়ান্ত বিভিন্ন পরীক্ষা শেষে এদিনই প্রথমবারের মতো আকাশে ওড়ে ইয়াসিন।

সেনাবাহিনীর বিমান শাখার সহায়তায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এ জেটের নকশা ও নির্মাণকাজ করেছে।  

১২ মিটার দৈর্ঘ্যের ও ৪ মিটার উচ্চতার জেটটির ওজন সাড়ে ৫ টন। প্রত্যেকটি পাখার দৈর্ঘ্য ১০ মিটার। এটি সর্ব্বোচ্চ ১২ কিলোমিটার উচ্চতায় ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। মাত্র ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি রানওয়েতেই এটি অবতরণে সক্ষম।  

ইয়াসিনকে বিশ্বমানের প্রশিক্ষণ জেট বলে উল্লেখ করেছে ইরান। এর মধ্য দিয়ে এ প্রযুক্তির জেট বানাতে সক্ষম গুটিকয় দেশের অন্তর্ভূক্ত হলো তারা।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।