গত শনিবার (১৯ অক্টোবর) দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও আমির খান এবং চলচ্চিত্র ও টেলিভিশন পর্দার অনেক তারকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান মঞ্চে মোদীর উপস্থিতিতে তার প্রশংসা করে ‘বলিউড বাদশাহ’ বলেন, আমি সত্যিকারার্থে বিশ্বাস করি যে গান্ধীজির পুনরুত্থান প্রয়োজন।
অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তার বক্তৃতায় মহাত্মা গান্ধীর বাণী ও আদর্শ প্রচারে সৃষ্টিশীল জগতের মানুষের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
পরে শাহরুখ এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলে তার জবাব দেন মোদী। টুইটে শাহরুখের ‘দিল সে’ সিনেমার শিরোনাম ব্যবহার করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন প্রত্যেক নাগরিক দিল সে কাজ করবে, তবে তার ফলাফল হবে অসাধারণ। ’
‘দিল সে’ শাহরুখের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। মনি রত্নম পরিচালিত ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে শাহরুখের সহ-শিল্পী ছিলেন মনীষা কৈরালা ও প্রীতি জিনতা।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এইচএ/