গত রোববার (২০ অক্টোবর) সকালে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় মৃত্যু হয় পূজার। তার স্বজনরা বলছেন, ঠিক সময়ে অ্যাম্বুলেন্স পেলে বাঁচানো যেতো পূজাকে।
পুলিশ বলছে, রোববার সন্তান জন্ম দেওয়ার পর পূজাকে রাত ২টার দিকে জেলার গোরেগাঁ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু জন্মের অল্পক্ষণ পরই তার সন্তান মারা যায়। পূজার শারীরিক পরিস্থিতি দেখে ওই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা তাকে হিঙ্গালি বেসামরিক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ৪০ কিলোমিটার দূরের সেই হাসপাতালে নেওয়ার জন্য বিভিন্ন দিকে যোগাযোগ শুরু করেন পূজার স্বজনরা।
দীর্ঘ সময় সরকারি কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে পরে কোনোভাবে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়। কিন্তু সেই অ্যাম্বুলেন্সে উন্নত হাসপাতালে নেওয়ার পথে মারা যান পূজা।
মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পূজা দু’টি সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেন। সন্তানসম্ভবা হওয়ার পর তিনি চলচ্চিত্রাঙ্গন থেকে বিরতি নেন।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এইচএ/