ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ১৪ পুলিশ নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ১৪ পুলিশ নিহত 

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এক পুলিশ ফাঁড়িতে তালেবান বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রদেশের আলি আবাদ জেলার আরজ বেগি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক পরিষদের সহকারি চেয়ারম্যান সাইফুল্লাহ আমিরির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে পুলিশ ফাঁড়ির কমান্ডারও আছেন বলে নিশ্চিত করেন আমিরি।  

এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জাবিউল্লাহ দাবি করেন, হামলায় ২০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ হাতিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের শান্তি চুক্তি ব্যর্থ হয়ে যাওয়ার পর এরকমই আরেক হামলায় কুন্দুজে অন্তত ২২ আফগান সেনা নিহত হন।  

ওই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন লড়াইয়ে অন্তত ২০০ তালেবান বিদ্রোহী, আফগান সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।