ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
শপথ নিলেন তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট

ঢাকা: রাজনীতির বাইরে থেকে আসা আইনের অবসরপ্রাপ্ত প্রফেসর কায়েস সাঈদ তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

বুধবার (২৪ অক্টোবর) তিউনিসিয়ার আইনসভায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৩ অক্টোবর দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৭২ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিউনিস বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষক।

তার প্রতিদ্বন্দ্বী নতুন গঠিত কলব তিউনিস দলের নাবিল কারুয়ি ২৭ দশমিক ২৯ শতাংশ ভোট পান।

প্রফেসর কায়েস সাঈদকে বড় জয় এনে দেওয়ার মাধ্যমে তিউনিসিয়ার জনগণ দেশটির রাজনৈতিক অভিজাতদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার প্রতিক্রিয়ায় শক্ত একটি জবাব দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে।

সংসদীয় রীতি তিউনিসিয়াও। এ অনুযায়ী প্রেসিডেন্ট পদটি আনুষ্ঠানিকতা মাত্র। নামমাত্র তিনি রাষ্ট্রপ্রধান।

তবুও ২০১১ সালের আরব বসন্তের বিপ্লবে টিকে থাকা একমাত্র দেশটিতে চলমান দুর্নীতি রোধ ও জীবনমানের উন্নয়নে রাজনীতিবিদদের ব্যর্থতায় জনগণ অরাজনৈতিক প্রফেসর কায়েস সাঈদকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে।

শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট সাঈদ দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।