ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দূষণ: ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
দূষণ: ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা মাস্ক ছাড়া বের হতে নিষেধ করা হয়েছে শিশুদের। ছবি: সংগৃহীত

বায়ুদূষণ সহনীয় মাত্রা ছাড়ানোয় ভারতের রাজধানী অঞ্চল দিল্লির সব স্কুল আগামী ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।

শুক্রবার (১ নভেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে জানান, খড় পোড়ানোর কারণে দিল্লির দূষণের মাত্রা বেশি হয়ে গেছে। একারণে সব স্কুল আগামী ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

এছাড়া, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত থেকে দূষণের মাত্রা চরম সীমায় পৌঁছানোয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি, ৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দীপাবলিতে বাজি পোড়ানোর পর দিল্লির বাতাস মানুষের জন্য অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। যেখানে শূন্য থেকে ১৫০ ইউনিট পর্যন্ত সহনীয় ধরা হয়, সেখানে দিল্লিতে শুক্রবার (১ নভেম্বর) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স পরিমাপ করা হয়েছে ৪১২ ইউনিট।

আরও পড়ুন> ‘দিল্লি যেন গ্যাস চেম্বার’ 

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।