ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি নিহত গাজায় রকেট হামলা। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার (০২ নভেম্বর) অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এ ঘটনা ঘটে। এতে দুই ইসরায়েলি সৈন্য আহত হয়েছে।

ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য করে হামাস অবরুদ্ধ গাজা থেকে অন্তত ১০টি রকেট ছোড়ে। পরে এর প্রতিক্রিয়ায় বিমান হামলা চালানো হয়।

যদিও রকেটে হামলার বিষয়ে এখনো হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৯৬৮ সাল থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজভূমির অধিকার পাওয়ার আশায় লড়াই করে আসছে ফিলিস্তিনিরা। ২০০৫ সালে গাজার পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। এরপর থেকে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ গাজা সীমান্তে সহিংসতা বন্ধে ইসরায়েলকে বেশ কয়েকবার সতর্ক করলেও তা কোনো কাজে আসেনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
কেএসডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।