রোববার (০৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
১ অক্টোবর থেকে কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতির অবসান ও উন্নত সেবার দাবিতে ইরাকজুড়ে বিক্ষোভ চলে আসছে।
এসময় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। এছাড়া সরকারি সব কার্যালয় বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া হয়।
২৫ বছর বয়সী বিক্ষোভকারী তাহসিন নাসির বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সব রাস্তা বন্ধ করে দেওয়ার। এর মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই, দুর্নীতিগ্রস্ত ও চোরদের না তাড়ানো পর্যন্ত এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাব।
তিনি আরও বলেন, কোনো সরকারি কর্মচারীকে তারা অফিসে যেতে দেওয়া হবে না।
এদিকে বাগদাদের কেন্দ্রীয় তাহরির স্কয়ারকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
ইরাকের অন্যান্য শহরেও সব স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এবি/এসএইচ