সোমবার (৪ নভেম্বর) ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহেরনিউজ এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ড্রোনটি গাজা উপত্যকাসংলগ্ন ইসরায়েলি বাহিনীর।
গত শুক্রবার (১ নভেম্বর) অধিকৃত গাজার খান ইউনিস ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর ড্রোন ভূপাতিতের এ ঘটনা ঘটলো। শুক্রবারের বিমান হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হবার ঘটনাও ঘটে।
গাজা উপত্যকার ফিলিস্তিন অংশ থেকে ইসরায়েল অংশে ১০টি রকেট হামলার প্রতিক্রিয়ায় শুক্রবারের ওই বিমান হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলি বাহিনী।
এর আগে একই দিনের শুরুতে উপত্যকার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি জেলেদের ওপর হামলা চালায় তারা। বিভিন্ন অজুহাতে প্রায়ই গাজায় বোমা ফেলে এ বাহিনী।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এইচজে