ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে জলোচ্ছ্বাসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, ডিসেম্বর ১৮, ২০১১
ফিলিপাইনে জলোচ্ছ্বাসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০

ইলিগান: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে উষ্ণমণ্ডলীয় ঝড় ওয়াসির কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ২০০ জন।

ফিলিপাইনে রেডক্রস এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রাণহানি কমপক্ষে ৪৩৬ জন। শতাধিক লোক নিখোঁজ রয়েছে।

সেনাবাহিনী মুখপাত্র কর্নেল লিওপোলদো গ্যালন বলেন, ‘ক্যাগান দি ওরো শহরেই শুধুমাত্র ৯৫ জন মানুষ মারা গিয়েছে। ’

ক্যাগান দি ওরো শহরের প্রধান পুলিশ ইন্সপেক্টর লেমুয়েল গুন্ডা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ এলাকা থেকে অন্তত ৪০টি মৃতদেহ উদ্ধার করেছি। উদ্ধার কার্যক্রম চলছে। তবে ঝড়ো আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম চালাতে সময় লাগছে। ’

মেয়র লরেন্স ক্রুজ বলেন, শহরের মধ্যেই অন্তত ১৫ জন মানুষ মারা গিয়েছে। আরও অনেককেই পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা মৃতদেহ এবং আটকে পড়া লোকজনদের খুঁজে বেরাচ্ছে। অনেকেই বাঁচার জন্য সালোয়ান নদীতে ঝাপিয়ে পড়েছিল।

শুক্রবার দিবাগত রাতে শুরু হয়ে টানা ১২ ঘণ্টা ধরে ইলিগানে বৃষ্টি হয়েছে। এছাড়াও পাহাড় থেকে আসা ঢলের কারণে পানির মাত্রা বেড়ে যায়। বাসিন্দারা অনেকেই ঢল থেকে বাঁচার জন্য বাসার ছাদ কিংবা উঁচু জায়গায় আশ্রয় নেয়।  

ইলিগান শহর কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়, ঝড়ের কারণে শহরের বিশ হাজার বাসিন্দা তাদের বাসস্থানচ্যুত হয়েছে। তাদেরকে আপাতত অন্য নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।