ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাক ছেড়েছে সর্বশেষ মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, ডিসেম্বর ১৮, ২০১১
ইরাক ছেড়েছে সর্বশেষ মার্কিন বাহিনী

বাগদাদ: ইরাক ছেড়ে চলে গেছে সর্বশেষ মার্কিন বাহিনী। সাদ্দাম হোসেনের পতনের পর টানা নয় বছর ইরাকে অবস্থান করে মার্কিন বাহিনী।

স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে মার্কিন বাহিনী কুয়েত সীমান্ত দিয়ে ইরাক ত্যাগ করে।

ইরাকের দক্ষিণের সীমান্ত দিয়ে মার্কিন বাহিনী সীমান্ত অতিক্রম করে কুয়েতে চলে যাচ্ছে। রাতভর চলে এই চলে যাওয়ার পালা।

সর্বশেষ বাহিনীর মধ্যে একশতটি সাজোয়া যান এবং পাঁচশ সৈন্য।
 
বিগত নয় বছর ধরে ইরাকের মোট ৫০০টি স্থানে শক্তিশালী অবস্থান নিয়ে ঘাটি গেড়েছিল মার্কিন বাহিনী। আর এতে সৈনিকের সংখ্যা ছিল এক লাখ সত্তর হাজার।
 
২০০৩ সাল থেকে প্রায় চার হাজার পাঁচশ মার্কিন সৈন্য এবং কয়েক হাজার ইরাকী সৈন্য মারা যায়। আর এই অপারেশনের জন্য ওয়াশিংটনকে খরচ করতে হয় এক ট্রিলিয়ন ডলার।
 
২০১০ সালের দিকেই মূলত মার্কিন বাহিনী ইরাকে অভিযান বন্ধ করে। পরবর্তীতে দেশটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর কাছে ধীরে ধীরে দায়িত্ব হস্তান্তর করে তারা।

মার্কিন সৈনিক মার্টিন ল্যাম্ব বলেন, ‘দেশে ফিরে যেতে পারছি সেজন্য বেশ আনন্দ লাগছে। আমরা যা করেছি তা ইতিহাসের অংশ হিসেবে টিকে থাকবে। আর আমরাই শেষ যারা ইরাক থেকে বের হয়ে যাচ্ছি। ’

সর্বশেষ সাজোয়া যানটি সীমান্ত অতিক্রম করার পরপরই কুয়েতের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এসময় কুয়েতের সৈন্যরা মার্কিন সেনাদের ঘিরে ফেলে করমর্দনসহ অভিবাদন জানায়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।